ইরানের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-02-14 19:00:18

ফেব্রুয়ারি ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরানের সঙ্গে চীনের সহযোগিতামূলক সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। ইরানি প্রেসিডেন্টের আসন্ন চীন সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুখপাত্র ওয়াং বলেন, চীন ও ইরানের মধ্যে সুষ্ঠু সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন দু’দেশের জনগণের কল্যাণের জন্য এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য সহায়ক। তৃতীয় কোনো পক্ষের এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। (ওয়াং হাইমান/আলিম/ছাই)