গত ৬ ফেব্রুয়ারি দুই বার রিখটার স্কেলে ৭.৮-মাত্রার ভূমিকম্প তুরস্কে একের পর এক আঘাত হানে। অনেক ভবন তাৎক্ষণিকভাবে মাটিতে ধসে পড়েছে, কয়েক হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছে এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাদের সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন দেশ তাদের নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়েছে। চীনা উদ্ধারকারী দলের মধ্যে এমন একটি দল রয়েছে, যা বেসরকারী কর্মীদের নিয়ে গঠিত একটি জনকল্যাণমূলক জরুরি উদ্ধার সংস্থা, যার নাম ব্লু-স্কাই রেসকিউ টিম।
তুরস্কে ভূমিকম্পের খবর পেয়ে ব্লু-স্কাই রেসকিউ টিম স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়। ৮ ফেব্রুয়ারি সারা দেশ থেকে ভূমিকম্প উদ্ধারের অভিজ্ঞতাসম্পন্ন এক শতাধিক সদস্য তুরস্কে ছুটে যান। এমন দ্রুত প্রতিক্রিয়া দেখানো সত্যিই আশ্চর্যজনক।
২০০৭ সালে প্রতিষ্ঠিত ব্লু-স্কাই রেসকিউ (বিএসআর) একটি বেসরকারি কর্মীদের নিয়ে গঠিত জনকল্যাণমূলক জরুরি উদ্ধার সংস্থা। সরকারি সংস্থা না হলেও, তাদের প্রতিক্রিয়ার গতি, উদ্ধার সরঞ্জাম, জ্ঞান এবং দক্ষতা সবই শীর্ষ মানের। মানুষকে সাহায্য করার ইচ্ছা নিয়ে তারা প্রতি বছর ১ হাজারটিরও বেশি উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাদের উদ্ধার কার্যক্রম শুধু চীনে নয়, বিদেশেও হয়। তারা বিশ্বকে চীনা স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতা এবং দক্ষতা দেখাতে পেরেছেন।
কানসু ব্লু-স্কাই রেসকিউ টিমের বর্তমান চেয়ারম্যান ও ক্যাপ্টেন ইউ রুও ফি ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিষয়ে অধ্যয়ন করতেন। তাঁর পড়াশোনার শেষ বছরে তাঁর দেশের বাড়ি-কানসু প্রদেশের মিন জেলায় কাদা ধসের দুর্ঘটনা ঘটেছিল। তিনি উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। তখন থেকে তিনি স্বেচ্ছাসেবকের অর্থ এবং মূল্য উপলব্ধি করতে পারেন।
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে, ইউ রুও ফি তার সমস্ত শক্তি উদ্ধার দক্ষতা অধ্যয়ন এবং স্বেচ্ছাসেবার কাজে নিয়োজিত করেন। ৮ মাসের মধ্যে, তিনি ২১টি উদ্ধার-দক্ষতা শিখেছেন এবং একজন যোগ্য উদ্ধারকারী হয়েছেন।
২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৮.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং ইউ রুও ফি উদ্ধারকাজে অংশ নিতে নেপালে যান। তাঁর উদ্ধারের প্রচেষ্টা ও দক্ষতা অন্যান্য আন্তর্জাতিক উদ্ধারকারী সদস্যদের মুগ্ধ করে। ২০১৫ সালের ৬ মে, তিনি কানসু ব্লু-স্কাই রেসকিউ টিমের নিবন্ধন শুরু করেন। কানসু প্রদেশে নিবন্ধিত প্রথম বেসরকারি জনকল্যাণমূলক উদ্ধারদল এটি।
কানসুতে মহামারীর প্রাদুর্ভাবের পর, তিনি লানচৌ শহরে ১০০টি আবাসিক এলাকায় মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ স্বেচ্ছাসেবক পরিষেবা ব্যবস্থার নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ও চালু করেন। তারা আবাসিক এলাকার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ থেকে শুরু করে, ভাইরাস সংক্রমণের উৎস বন্ধ করা, পরিষেবা সরবরাহসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তারা ১৫৬টি কমিউনিটিকে সরাসরি এবং পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষকে মহামারী প্রতিরোধ পরিষেবা প্রদান করেন।
ইউ রুও ফি মনে করেন, উদ্ধারকাজে সর্বোচ্চ দক্ষতা শেখা এবং সরঞ্জাম কেনার জন্য অর্থ সংগ্রহ করা আসল কাজ নয়, আসল কাজ হচ্ছে উদ্ধারকাজের জ্ঞান প্রচার করার মাধ্যমে, প্রত্যেক মানুষকে উদ্ধারকাজে দক্ষ করে গড়ে তোলা। যখন প্রত্যেক মানুষ উদ্ধারকাজে দক্ষতা অর্জন করবে, তখন দুর্যোগ-দুর্বিপাকে অন্যের জন্য তাদের অপেক্ষা করতে হবে না।
ইউ রুও ফি নীরবে কাজ করে যাচ্ছেন। কয়েক বছরে তিনি ৭০০টিরও বেশি জনকল্যাণমূলক দুর্যোগ প্রতিরোধ জনপ্রিয়করণ কোর্স পরিচালনা করেছেন এবং প্রায় ৩ লাখ লোককে প্রশিক্ষণ দিয়েছেন। ইউ রুও ফির মতো উদ্ধারকারী চীনা স্বেচ্ছাসেবকরা বাস্তব কর্মের সাথে "মানবজাতির জন্য অভিন্ন লক্ষ্যের কমিউনিটি" গঠন করার মহান ধারণাটি অনুশীলন করছেন।
তুরস্কে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি বার আফটারশক হয়েছে, তবে ব্লু-স্কাই রেসকিউ টিমের মতো বিভিন্ন দেশের উদ্ধারকারী দলগুলো এখনো অনুসন্ধান ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আশা করি, তারা সবাই নিরাপদে ফিরে আসতে পারবেন! (ইয়াং/আলিম/ছাই)