চীন-ফিলিপিন্স আর্থ-বাণিজ্যিক উন্নয়ন পার্ক নির্মাণের অনুমতি দিল বেইজিং
2023-02-14 16:50:49

ফেব্রুয়ারি ১৪: সম্প্রতি চীনা রাষ্ট্রীয় পরিষদ চীন-ফিলিপিন্স আর্থ-বাণিজ্যিক উন্নয়ন পার্ক নির্মাণের অনুমতি দিয়েছে।

দু’দেশ যৌথভাবে এ পার্ক নির্মাণ করবে। পার্কে কাঁচামাল বিতরণকেন্দ্র ও উত্পাদন ও প্রক্রিয়াকরণকেন্দ্র, চীন-ফিলিপিন্স পেট্রোকেমিক্যাল শিল্প সহযোগিতাকেন্দ্র, জীবিত পশু আমদানি ও  প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র, আধুনিক কৃষি শিল্পকেন্দ্র, অবকাঠামো ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ পরিকল্পনাকেন্দ্র, এবং বিনিয়োগ পদ্ধতি উদ্ভাবনকেন্দ্র থাকবে।  

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং উদ্ভাবনকেন্দ্রিক শিল্প-সহযোগিতার একটি নতুন কাঠামো স্থাপন এই পার্কের লক্ষ্য। চিকিত্সা ও স্বাস্থ্য শিল্পের উন্নয়ন, সবুজ ও নিম্ন কার্বন জ্বালানিসম্পদ ও পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে তোলা, এবং সক্রিয়ভাবে উত্পাদন খাতে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে এই পার্কটিকে। (ছাই/আলিম)