তুর্কিয়ে ও সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের ত্রাণসাহায্য দেওয়া অব্যাহত রাখবে চীন: মুখপাত্র
2023-02-14 14:16:24

ফেব্রুয়ারি ১৪: তুর্কিয়ে ও সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য ইতোমধ্যেই ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। দুটি দেশে উদ্ধারকাজ চালানোর জন্য সংশ্লিষ্ট দলও পাঠিয়েছে বেইজিং। ভূমিকম্পদুর্গতদের ত্রাণসাহায্য দেওয়া ভবিষ্যতেও অব্যাহত রাখবে চীন। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন সরকারের প্রথম দফার ত্রাণসামগ্রী ১১ ও ১২ ফেব্রুয়ারি ইস্তাম্বুলে পৌঁছায়। এসব সামগ্রীর মধ্যে আছে তাঁবু, কম্বল, ইত্যাদি। এ ছাড়া, চীনা চিকিত্সক ও উদ্ধারকারী দল ভূমিকম্পদুর্গত এলাকায় ২০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছে। চীন থেকে বিভিন্ন চিকিত্সা যন্ত্রপাতিও তুর্কিয়ে ও সিরিয়ায় পৌঁছেছে।

মুখপাত্র আরও জানান, চীন থেকে পাঠানো ২২০ টন গম বর্তমানে সিরিয়ার পথে আছে। আরও ৩০০০ টন চাল ও গম চলতি মাসেই পাঠানো হবে। আন্তর্জাতিক সমাজের সাথে সক্রিয়ভাবে ভূমিকম্পদুর্গত দুটি দেশের পুনর্গঠনকাজেও অংশ নেবে চীন। (সুবর্ণা/আলিম/মুক্তা)