নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার অভিযোগ সত্য হলে যুক্তরাষ্ট্রের উচিত জবাবদিহি করা: চীনা মুখপাত্র
2023-02-14 19:08:50

ফেব্রুয়ারি ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস-পাইপলাইন একটি প্রধান আন্তঃদেশীয় অবকাঠামো। এ লাইনে সাম্প্রতিক বিস্ফোরণ বিশ্ব জ্বালানিবাজারে বড় নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ওপরও এটি একটি আঘাত। এখন সুপরিচিত আমেরিকান অনুসন্ধানী সাংবাদিক হার্শের প্রতিবেদন অনুসারে যদি হামলাটি যুক্তরাষ্ট্রই করে থাকে, তবে মার্কিন প্রশাসনকে গোটা বিশ্বের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে।

ওয়াং ওয়েন পিন বলেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ ধরনের রিপোর্ট এবারই প্রথম প্রকাশিত হয়েছে, তা নয়। ট্রেন দুর্ঘটনায় রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে পড়াসহ বিভিন্ন ইস্যুতে আগেও এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেসব ঘটনা সরাসরি মার্কিনিদের জীবন বিপন্ন করলেও, প্রশাসন এ ব্যাপারে কিছু বলেনি। নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশকতা সম্পর্কেও মার্কিন প্রশাসন কার্যত নিশ্চুপ আছে, যা গ্রহণযোগ্য নয়।  (ইয়াং/আলিম/ছাই)