তুরস্কে ভূমিকম্পের সপ্তম দিনে চীনা ত্রাণদল সবচেয়ে গুরুতর এলাকায় উদ্ধারকাজ করছে
2023-02-13 11:14:09

ফেব্রুয়ারি ১৩: রোববার ছিল তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্ত এলাকার ভয়াবহ ভূমিকম্পের সপ্তম দিন। তুরস্ক ও সিরিয়া সরকার এবং ত্রাণ সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দু’দেশে ২৮ হাজার  মানুষ নিহত হয়েছে। গত কয়েক দিন ধরে চীনা ত্রাণদল আন্তাকিয়া শহরের সবচেয়ে গুরুতর দুর্গত এলাকায় উদ্ধারকাজ করছে। এ পর্যন্ত দলটি চারজন জীবিত মানুষকে উদ্ধার করেছে।

এ ছাড়া স্থানীয় উদ্ধারকারী দলগুলো এবং অন্যান্য দেশের উদ্ধারকর্মীরাও কাজ করছে।

 

(প্রেমা/তৌহিদ/আকাশ)