তুর্কিয়েতে নিম্নমানের ভবন তৈরির দায়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
2023-02-13 17:50:12

ফেব্রুয়ারি ১৩: নিম্নমানের ভবন তৈরির দায়ে, সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে, ১৩৪টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তুর্কিয়ের বিচারমন্ত্রী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বিচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রসিকিউটরের কার্যালয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে, "ভূমিকম্প অপরাধ তদন্ত ব্যুরো" গঠন করেছে। তদন্ত ব্যুরো ভূমিকম্পের সময় বিপুলসংখ্যক ভবন ধসে পড়ার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখবে।

উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে প্রায় ৩০ হাজার মানুষ মারা গেছেন। ভূমিকম্পের ফলে ২০ হাজারেরও  বেশি আবাসিক ভবন ধসে পড়ে। আবাসিক ভবনগুলোর মান নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছে। (ইয়াং/আলিম/ছাই)