সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠাচ্ছে চীন
2023-02-13 19:24:18

ফেব্রুয়ারি ১৩: সিরিয়ার ভূমিকম্পদুর্গতের সহায়তায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে চীন সরকার। আগামীকাল (মঙ্গলবার) এ সব ত্রাণমামগ্রী সিরিয়ার উদ্দেশে রওয়ানা হবে। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থা জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে থাকবে ৩০ হাজার জরুরি ত্রাণ-ব্যাগ, ২০ হাজার কম্বল, ১০ হাজার সুতির কাপড়, ৩০০ তুলার তাঁবু এবং অ্যানেস্থেশিয়া মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি।

এ ছাড়া, চীন সরকারের সহায়তা হিসেবে ২২০ টন গম বর্তমানে সিরিয়ার পথে রয়েছে। বাকি ৩ সহ্রাধিক টন চাল ও গম চলতি মাসেই পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে, তুর্কিয়েতে প্রথম দফার চীনা ত্রাণসামগ্রী গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইস্তাম্বুলে পৌঁছায়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তুলা তাঁবু, ইত্যাদি। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মেশিন, মেডিকেল ট্রান্সফার ভিহিকল, ম্যানুয়াল হাসপাতালের বিছানাসহ অন্যান্য ত্রাণসামগ্রীও চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হবে।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)