বেইজিংয়ে থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিন কাংয়ের বৈঠক
2023-02-13 18:56:25

ফেব্রুয়ারি ১৩: আজ (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বেইজিংয়ে থাইল্যাণ্ডের সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ছিন কাং বলেন, তাঁর দেশ থাইল্যান্ডের সাথে অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তুলতে, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে, এবং উন্নয়নের নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে একযোগে কাজ করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, দু’দেশের উচিত যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব ও বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়নে কাজ করা এবং চীন-আসিয়ান সংলাপব্যবস্থা প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ শীর্ষসম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা।

এ সময় থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, গেল বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের থাইল্যাণ্ড সফরের সময় দু’দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মতৈক্য প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর তাঁর দেশ গুরুত্ব দেয়। থাইল্যান্ড দৃঢ়ভাবে ‘একচীন নীতি’-তে অবিচল থাকবে এবং বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব ও বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব সমর্থন করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)