ফিলিস্তিনের উত্তেজনাময় পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করবে: মিশরের প্রেসিডেন্ট
2023-02-13 11:25:35

ফেব্রুয়ারি ১৩: মিশরের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট, জর্ডানের বাদশাহ, আরব লীগের মহাসচিব এবং কয়েকটি আরব দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গতকাল (রোববার) মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেন, ফিলিস্তিনের উত্তেজনাময় পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করবে এবং ‘দুই রাষ্ট্র সমাধান’ উদ্যোগ বাস্তবায়নে বাধা দেবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সংযম অবলম্বন করার পাশাপাশি, জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখা উচিত, যাতে ইসরাইল-ফিলিস্তিন আলোচনার সম্ভাবনা বজায় থাকে।

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় বলেন, ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেওয়ার জন্য জোরালো চেষ্টা করা উচিত। তিনি বলেন, ‘জর্ডানের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে ফিলিস্তিন’।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হওয়ার অনুরোধ করেছে; যাতে ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন করা যায়।

উল্লেখ্য, সম্প্রতি ইসরাইলি বাহিনী জর্ডান নদীর পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ করেছে। ফিলিস্তিন ঘোষণা করেছে যে, ইসরাইলের সঙ্গে নিরাপত্তা-বিষয়ক সহযোগিতা বন্ধ করা হবে। এদিকে, ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি বেশ উত্তেজনাময় হয়ে উঠছে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)