চীনের কুড়িতম ‘গ্রাম, কৃষি, ও কৃষক’ নির্দেশিকা প্রকাশিত
2023-02-13 19:14:51

   

ফেব্রুয়ারি ১৩: চীনের কুড়িতম ‘গ্রাম, কৃষি, ও কৃষক’ নির্দেশিকা আজ (সোমবার) প্রকাশিত হয়েছে। এতে চলতি বছর দেশের গ্রাম পুনরুজ্জীবনের কাজ সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

 

‘চীনা কমিউনিস্ট পার্ট (সিপিসি) ও চীনা রাষ্ট্রীয় পরিষদের ২০২৩ সালে সার্বিকভাবে গ্রাম পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ কাজের প্রস্তাব’ শীর্ষক নির্দেশনায় নয়টি অংশ আছে। এতে খাদ্যশস্য ও কৃষিপণ্যের স্থিতিশীল উত্পাদন ও সরবরাহ নিশ্চয়তা করা, কৃষি অবকাঠামো ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি সরঞ্জামের সমর্থনব্যবস্থা জোরদার করা, দারিদ্র্যবিমোচনের কাজে আরও সাফল্য অর্জন করা, গ্রামীণ শিল্পের উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা, কৃষকদের আয় বৃদ্ধির পদ্ধতি বাড়ানো, বাসযোগ্য ও কাজের জন্য উপযুক্ত সুন্দর গ্রামের নির্মাণকাজ এগিয়ে নেওয়া, সিপিসি’র প্রশাসনিক গ্রাম পরিচালনা ব্যবস্থা উন্নত করা, এবং নীতিগত গ্যারান্টি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার উদ্ভাবনব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। (ছাই/আলিম)