সাইপ্রাসের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন
2023-02-13 16:20:23

ফেব্রুয়ারি ১৩: সাইপ্রাসের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী নিকোস ক্রিস্টোভুলিভেস এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল (রোববার) অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় দফায় অর্ধেকেরও বেশি ভোট পান তিনি।

সরকারি হিসাব অনুসারে, প্রদত্ত ৩ লাখ ৯৪ হাজার বৈধ ভোটের মধ্যে নিকোস ক্রিস্টোভুলিভেস ৫১.৯৭ শতাংশ ভোট পেয়েছেন। আর বিরোধী ওয়ার্কিং পিপলস প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী পেয়েছেন ৪৮.০৩ শতাংশ ভোট।

আগামী পয়লা মার্চ নিকোস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। (ছাই/আলিম)