মহাচত্বরে নাচ
2023-02-13 16:06:26

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।  এ অনুষ্ঠানে বরাবরের মতোই আমি চীনের বিভিন্ন নানা বৈশিষ্ট্যের সংগীত শুনিয়ে থাকি। আজও এর ব্যতিক্রম হবে না।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তিব্বতী জাতির সংগীত ‘গেসাংলা’। তিব্বতী ভাষায় ‘গেসাংলা’ মানে ‘সুখের সময়’। আজকের অনুষ্ঠানে আমরা এ ধরণের সুখের গান শুনবো। এ গানগুলোর আলাদা বৈশিষ্ট্য আছে। শুনলেই আপনারা জানতে পারবেন কী বৈশিষ্ট্য। তাহলে এখন আমরা একটি গান শুনবো। গান শুনে আপনাদের বলতে হবে আজকের অনুষ্ঠানের থিম কী। এখন শুনুন 'তৃণভূমিতে মিলিত হয়' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘তৃণভূমিতে মিলিত হয়’ শীর্ষক গান। বন্ধুরা, এখন আপনারা নিশ্চয় উত্তর দিতে প্রস্তুত। উত্তর দেওয়ার আগে আমি এ গানগুলোর পটভূমি বলে দিচ্ছি। চীনা ভাষায় একটি খুবই মজার শব্দ আছে, তা হলো 'গুয়াংছাংউ'। 'গুয়াংছাংউ' মানে কী? 'গুয়াং ছাং' মানে মহাচত্বর, 'উ' মানে ‘নাচ’। তাই 'গুয়াংছাংউ' মানে ‘মহাচত্বরে নাচ’। চীনের অসংখ্য বৃদ্ধ-বৃদ্ধা বয়সের কারণে চাকরি করেন না। তাহলে তারা কী করেন? সকাল ও সন্ধ্যায় তারা সবাই মিলে মহাচত্বরে নাচেন। আজকের অনুষ্ঠানের গানগুলোর বিষয় 'মহাচত্বরে নাচ-গান'। এখন শোনাবো ‘দ্বৈতকন্ঠে প্রেমের গান’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘দ্বৈতকন্ঠে প্রেমের গান’ শীর্ষক গান।

গান শুনে আপনারা এখন নাচতে চান তাইনা? তাহলে আমরা একসঙ্গে গানের ছন্দে ছন্দে নাচ শুরু করবো এখন। প্রিয় শ্রোতা, কোনো প্রিয় গান শুনতে চাইলে আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি। এখন শোনাবো ‘ঘোড়ার খুঁটি’ ও ‘সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি’ শীর্ষক দুটি গান।

(গান ৪,৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘ঘোড়ার খুঁটি’ ও ‘সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি’ শীর্ষক দুটি গান। আগেই বলেছি, আজকের অনুষ্ঠানের থিম 'মহাচত্বরে নাচ-গান'। আমি আশা করছি, গানগুলো শুনে আপনারা আনন্দ পেয়েছেন। এখন শোনাবো ‘যে মেয়ে গান গান’ শীর্ষক গান। গানটি একটি চুয়াং জাতির লোকসংগীত। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)