কোভিড ১৯ প্রতিরোধে চীনের গ্রামে-গঞ্জে বেড়েছে টিসিএমের ব্যবহার
2023-02-12 17:37:25

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক : চীনের গ্রামীণ এলাকায় কোভিড-১৯ চিকিৎসায় বেড়েছে ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা টিসিএমের ব্যবহার।  গেল তিন বছর ধরে কোভিড ১৯ এর চিকিৎসায়  চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে টিসিএম এবং পাশ্চত্য ঔষধের সমন্বিত ব্যবহার চলছে।

এরইমধ্যে চীন ৩৫টি জাতীয় টিসিএম মেডিকেল সেন্টার স্থাপন করেছে। পাশাপাশি চিকিৎসা সেবা দিতে গঠন করেছে দিতে ৩০টি মেডিকেল দল এবং দেশের ভিন্ন প্রদেশের গ্রামাঞ্চলে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই ঐতিহ্যবাহী চীনা ওষুধ।

গত এক দশকে , চীনের টিসিএম সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। দেশের ৯৮ শতাংশেরও বেশি কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার এবং  জেলা শহরের হেলথ সেন্টার এই ধরনের সেবা দিচ্ছে।

ন্যাশনাল টিসিএম এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট বেসের উপ-পরিচালক ওয়েই বলেন, 'কোভিড-১৯  সংক্রমণের চিকিৎসায় টিসিএমের ব্যবহার গুরুতর অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেৱ'।

মিম/হাশিম

তথ্য ও ছবি- সিসিটিভি প্লাস।