সিরিয়ায় মানবিক পরিস্থিতি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন: আইসিআরসি প্রেসিডেন্ট
2023-02-12 16:38:33

ফেব্রুয়ারি ১২: আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-র প্রেসিডেন্ট মিরিয়ানা সোলজারিক এগের সম্প্রতি সিনহুয়াকে বলেছেন,  তাঁর সংস্থা সিরিয়ার ভূমিকম্পদুর্গত এলাকায় জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে। তবে, সেখানকার মানবিক পরিস্থিতি বিশাল  চ্যালেঞ্জের সম্মুখীন।

তিনি বলেন, আইসিআরসি সিরিয়াকে খাদ্য, পানীয় জল ও চিকিত্সাসামগ্রী দান করেছে। তবে দেশটির আলেপ্পোসহ বিভিন্ন দুর্গত এলাকার পরিস্থিতি খুবই খারাপ। এসব এলাকার লোকজনের অবস্থা আগে থেকেই নাজুক ছিল। এখন ভূমিকম্প তাদের অবস্থা আরও খারাপ করে দিয়েছে।

তিনি আরও বলেন, সিরিয়ার অসংখ্য বাড়িঘর ধসে গেছে। স্থানীয় বাসিন্দাদের গরম রাখার উপকরণ, খাবার, পানীয় জল, ইত্যাদির প্রয়োজন। বিশেষ করে চিকিৎসা-সহায়তা এখন খুবই জরুরি। (ছাই/আলিম)