তাসনোভা জেরিন হক-এর সাক্ষাত্কার
2023-02-12 18:35:14

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন শিক্ষার্থী তাসনোভা জেরিন হক। তিনি বর্তমানে International School Dhaka নামের IB School এর Secondary Visual Art Department এ Assistant Art Teacher হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০২১ সালে চীনের নানচিং University of the Arts থেকে চীনা চিএকলার ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি চীনা অধ্যাপক এবং জনপ্রিয় শিল্পী খোং লিওছিং এর ছাএী ছিলেন এবং তাঁর সুপারভিশনে মাস্টার্স-এর থিসিস সম্পন্ন করেন।

তিনি অনেক ছোটকাল থেকে ছবি আঁকার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং ছোটকাল থেকে আজ অবধি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের চিএাংকন প্রতিযোগিতায় মোট ২০টি পুরষ্কার পেয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বেশ কিছু চিএকর্ম আমেরিকার একটি আর্ট ম্যাগাজিনে এবং একই বছরের ডিসেম্বর মাসে তার ২টি চিএকর্ম লন্ডনের একটি আর্ট ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি চীনকে ভালবাসেন এবং বিশেষ করে চীনা চিএকলার প্রতি তিনি বিশেষভাবে আগ্রহী। তিনি তার বর্তমান কর্মস্থলে বাংলাদেশী বাচ্চাদের পাশাপাশি অন্যান্য দেশের বাচ্চাদেরও শিক্ষাদান করে থাকেন। তিনি সম্প্রতি একই স্কুলের Grade -6 এর বাচ্চাদের নিয়ে চীনা চিএকলার ওপর দুইদিনের একটি কর্মশালা পরিচালনা করেন।

 

তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।