তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প শতাব্দির সবচেয়ে ভয়াবহ দুর্যোগ
2023-02-12 17:41:04

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পকে শতাব্দির সবচেয়ে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে মনে করছে জাতিসংঘ।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং মানবিক বিষয়ক জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস তুরস্কের কাহরামানমারাস প্রদেশে শনিবার সাংবাদিকদের বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থল সোমবার এখানে যা ঘটেছিল, তা এই অঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা’।

গ্রিফিথস বলেন, ১০০টিরও বেশি দেশ তুরস্কে জরুরি উদ্ধারদল পাঠিয়েছে। কিন্তু প্রয়োজন এর চেয়ে অনেক বেশি। জাতিসংঘ সংস্থাগুলো ভূমিকম্প দুর্গতদের জন্য অর্থ সংগ্রহের আবেদন জানাবে এবং প্রাপ্ত অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করবে।

হাশিম/মিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি/সিনহুয়া।