ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক : সংস্কার করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামকে।
চলতি বছরের জানুয়ারিতেই আন্তর্জাতিক মানের পেশাদার ফুটবল অঙ্গন এবং বিনোদন কমপ্লেক্সের নানা সুবিধা দিয়ে শেষ হয়েছে স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ।
গেল কয়েক দশকে ক্রীড়া প্রতিযোগিতা এবং দুর্দান্ত পারফরম্যান্সের স্থান হিসাবে হাজার হাজার ইভেন্টের আয়োজন করা হয়েছে এই স্টেডিয়ামে। এটি এখন শহরের একটি গুরুত্বপূর্ণ বিনোদন ও ক্রীড়া কেন্দ্র হয়ে উঠেছে।
উত্তর-পূর্ব বেইজিংয়ের চাওয়াং জেলায় অবস্থিত এই স্টেডিয়ামটি কোংথি নামেও পরিচিত। ১৯৫৯ সালে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসহ তৈরি করা হয়েছিল এই স্টেডিয়াম, যা- সেই সময়ে ছিল চীনের বৃহত্তম স্টেডিয়াম।
মিম/হাশিম
তথ্য ও ছবি- সিসিটিভি।