চলতি বছর বক্স অফিসের আয় ৪৩ শতাংশ বেড়েছে
2023-02-12 17:35:09

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক : মহামারী প্রতিরোধে কঠোর বিধিনিষেধ শিথিল করার পর দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের সিনেমা হলগুলোতে দর্শকদের ভিড় বেড়েছে। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত সিচুয়ান বক্স অফিসে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় হয়েছে, যা গতবছরের চেয়ে ৪৩ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদেশটিতে ১৪ দশমিক ৬ মিলিয়ন সিনেমাপ্রেমি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন। সপ্তাহব্যাপী বসন্ত উৎসবের ছুটিতে অনেকগুলো প্রত্যাশিত নতুন চলচ্চিত্র প্রথমবারের মতো বড় পর্দায় মুক্তি পাওয়ায় সিচুয়ান বক্স অফিস প্রায় ৬০৬ মিলিয়ন ইউয়ান রেকর্ড করেছে।

এ সময়ের মধ্যে তিনটি সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র ছিল ব্লকবাস্টার সাই-ফাই সিক্যুয়েল 'দ্য ওয়ান্ডারিং আর্থ', সাসপেন্স কমেডি 'ফুল রিভার রেড' এবং পরিবার-বান্ধব অ্যানিমেশন 'বুনি বিয়ারস: গার্ডিয়ান কোড'। 

সিচুয়ানের মতোই চীনজুড়ে চলচ্চিত্রের বাজার চাঙ্গা ছিল এ সময়টাতে। বসন্ত উৎসবের ছুটিতে চীনের বক্স অফিসের মোট আয় দাঁড়িয়েছে প্রায় এক বিলিয়ন ইউএস ডলার।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস।