কেনিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেলো চীনা পর্যটকরা
2023-02-12 16:45:47

ফেব্রুয়ারি ১২: কেনিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছে চীনা পর্যটকরা।  স্থানীয় সময় গতকাল (শনিবার) সকালে, ৪০ জন চীনা পর্যটকবাহী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সিজি-৬৩৩ ফ্লাইটটি কেনিয়ার রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, সেখানে তাদের অভ্যর্থনা দেওয়া হয়।

কেনিয়ার পর্যটন বিভাগ বিমানবন্দরে চীনা পর্যটকদের স্বাগত জানায়। কেনিয়ায় চীনা দূতাবাসের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা  থাং চিয়ান চুন বিমানবন্দরে বলেন, চীনা পর্যটকদের কেনিয়া আগমন দু’দেশের পর্যটন খাতের উন্নয়নের ক্ষেত্রে নতুন অধ্যায় উন্মোচন করবে। কেনিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে চীনা পর্যটকরা ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, মহামারীর কারণে বিগত কয়েক বছর কেনিয়ায় চীনা পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। মহামারী পরিস্থিতির উন্নতির ফলে, চীনা সরকার সম্প্রতি বিদেশ ভ্রমণের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়। ভ্রমণ-নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর, এটি ছিল কেনিয়ায় চীনা পর্যটকবাহী প্রথম ফ্লাইট। (ওয়াং হাইইমান/আলিম/ছাই)