বেইজিংয়ে নিকারাগুয়ার প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে ওয়াং ই-র বৈঠক
2023-02-12 16:39:56

ফেব্রুয়ারি ১২: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই গতকাল (শনিবার) বেইজিংয়ে নিকারাগুয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লরানো ওর্তেগার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দ্রুত উন্নত হচ্ছে। চীন-নিকারাগুয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা দুই দেশের জনগণের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এ সময় লরানো বলেন, নিকারাগুয়া দৃঢ়ভাবে চীনের সার্বভৌমত্বকে সমর্থন করে এবং ‘এক চীননীতি’ অনুসরণ করে যাবে। তাঁর দেশ চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ, বিশ্ব উন্নয়ন প্রস্তাব, ও বিশ্ব নিরাপত্তা প্রস্তাব-কেও সমর্থন করে। (ছাই/আলিম)