চীন ও কম্বোডিয়ার জনগণের অভিন্ন ভবিষ্যতের সম্ভাবনা উজ্জ্বল
2023-02-12 17:39:51

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও কম্বোডিয়ার নেতারা দু’দেশের মধ্যে যে বন্ধুত্ব গড়ে তুলেছেন এবং যত্নের সঙ্গে লালন করেছেন তার অংশ হিসাবে প্রতিষ্ঠিত বাণিজ্য-সম্পর্ক দেশ দুটির জনগণের জন্য এক অভিন্ন সম্পদ হিসাবে আবির্ভূত হয়েছে।

সরকারী পরিসংখ্যান বলছে, গত বছরের জানুয়ারিতে চীন-কম্বোডিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (সিসিএফটিএ) এবং ব্যাপক আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) কার্যকর হওয়ার পর ২০২২ সালে দু’দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ১৬ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। এটি এক নতুন রেকর্ড এবং গত বছরের তুলনায় এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যের কারণে চীনের বাজারগুলোতে চাল, কলা ও পাঙ্গাস মাছের মতো মানসম্পন্ন কম্বোডিয়ান পণ্যগুলো শক্ত করে নিয়েছে।

- রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি