ভূমিকম্পদুর্গতদের জন্য ইস্তাম্বুল পাঠানো হচ্ছে চীনের প্রথম দফা ত্রাণসামগ্রী
2023-02-11 18:57:10

ফেব্রুয়ারি ১১: তুর্কিয়ের ভূমিকম্পদুর্গতদের জন্য প্রথম দফার ত্রাণসামগ্রী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে চীন। আজ (শনিবার) সকাল সাড়ে ৬টায়, এ প্রক্রিয়ার অংশ হিসেবে, ৪০ হাজার কম্বলের একটি লট শাংহাই ফুতুং বিমানবন্দর পোঁছায়।

এসব ত্রাণসামগ্রী দুই ভাগ করে ইস্তাম্বুলে পাঠানো হবে। তা ছাড়া, ১ হাজার তুলার তাঁবু, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মেশিন, আল্ট্রাসনিক ডায়াগনস্টিক সরঞ্জাম, মেডিকেল ট্রান্সফার যানবাহন, ম্যানুয়াল হাসপাতালের বিছানা, এবং অন্যান্য উপকরণও খুব শীঘ্রই তুর্কিয়েতে পাঠানো হবে বলে জানা গেছে।  (ইয়াং/আলিম/ছাই)