চীন-কম্বোডিয়া সম্পর্ক আরও মজবুত হবে: বেইজিং সফরের প্রাক্কালে সিএমজি-কে হুন সেন
2023-02-11 18:44:20

ফেব্রুয়ারি ১১: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, বেইজিং সফরের প্রাক্কালে, সিএমজি-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, তাঁর সফর দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

তিন বছর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে, তিনি বেইজিং সফর করেন। তখন চীনে মহামারী ছড়িয়ে পড়ছিল। সে কথা স্মরণ করে তিনি বলেন, তখন মহামারী পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। তিনি এবার ফেব্রুয়ারিতেই বেইজিং যাবেন, তবে এবার উন্মুক্ত পরিবেশ বিরাজ করছে গোটা চীনজুড়ে।

হুন সেন বলেন, এবারের সফরের লক্ষ্য হলো চীনের সঙ্গে রাজনৈতিক সহযোগিতাসহ অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করা। এবারের সফরের কারণে কম্বোডিয়া-চীন অবাধ বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের কাজে অতিরিক্ত গতির সঞ্চার হবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, চীনের লোকসংখ্যা ১৪০ কোটি। এটি একটি বিশাল সংখ্যা। কম্বোডিয়া চীনা বাজারে আরও বেশি পণ্য রপ্তানি করতে চায়। কম্বোডিয়ার পণ্য চীনে অনেক জনপ্রিয়ও বটে। তিনি জানান, দু’দেশ তিনটি দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তির অংশীদার: আসিয়ান-চীন অবাধ বাণিজ্য চুক্তি, আসিইপি, ও কম্বোডিয়া-চীন অবাধ বাণিজ্য চুক্তি।

হুন সেন বলেন, কেউ চীনের উন্নয়ন-প্রক্রিয়াকে দাবিয়ে রাখতে পারবে না। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্যোগে বিশ্বের উন্নয়ন প্রস্তাব ও বিশ্বের নিরাপত্তা প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্ব গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকলের উদ্দেশ্য হওয়া উচিত, জনগণের জীবনমান উন্নয়ন, সামরিক সংঘর্ষ নয়। যদি এ দু’টি উদ্যোগ ব্যাপকভাবে গ্রহণ করা হয়, তাহলে বিশ্ব একটি সম্প্রীতিপূর্ণ, অভিন্ন সমৃদ্ধির বিশ্বে পরিণত হবে।

 ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, এই উদ্যোগের সাথে কম্বোডিয়ার উন্নয়ন-কৌশলের মিল আছে। তাই, তাঁর দেশ এই উদ্যোগের অংশীদার হয়েছে। চীনের সহায়তায় নির্মিত কম্বোডিয়ার বিভিন্ন অবকাঠামো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায়ই নির্মিত হয়েছে। চীন সবসময় কম্বোডিয়ার ইচ্ছা ও সিদ্ধান্তকে সম্মান করে।

তিনি আরও বলেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্য সুখবর। কম্বোডিয়া চীনের ভালো বন্ধু ছিল এবং ভবিষ্যতেও থাকবে। (ছাই/আলিম)