ভূমিকম্পে ২০ সহ্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন: তুর্কিয়ের স্বাস্থ্যমন্ত্রী
2023-02-11 18:57:59

ফেব্রুয়ারি ১১: তুর্কিয়ের স্বাস্থ্যমন্ত্রী গতকাল (শুক্রবার) দিবাগত মধ্যরাতে জানান, গত ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে তাঁর দেশে অন্তত ২০২১৩ জন নিহত ও ৮০০৫২ জন আহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১০টি ভূমিকম্প-আক্রান্ত প্রদেশের মধ্যে হাতায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রদেশে ৬২০৫ জন নিহত এবং ১৭৮২৩ আহত হয়। আহত শিশুদের জরুরি চিকিত্সা দেওয়ার জন্য সেখানে প্রেসিডেন্টের বিশেষ হেলিকপ্টার পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও, তল্লাশি ও উদ্ধার কাজ থেমে নেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারকারী দল একের পর এক দুর্গত এলাকায় ছুটে আসছে। কয়েক ডজন উদ্ধারকারী দল পৌঁছানোর পর উদ্ধারপ্রাপ্ত মানুষের  সংখ্যা বেড়েছে।

এদিকে, তুর্কিয়ের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান গতকাল (শুক্রবার) আদিয়ামান প্রদেশে বলেন, সরকার দুর্গত এলাকাগুলোর জন্য একটি ব্যাপক উন্নয়ন-পরিকল্পনা তৈরি করছে। এক বছরের মধ্যে এসব এলাকা পুনর্নির্মাণ করা হবে। তিনি জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সানলিউরফা ও কিলিসে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)