মধ্য আফ্রিকায় সহায়তাকারী চীনা চিকিত্সকদের জবাবি চিঠি দিয়েছেন সি চিন পিং
2023-02-10 17:31:54

ফেব্রুয়ারি ১০: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে সহায়তা দেওয়া চীনা চিকিত্সা দলের সদস্যদের জবাবি চিঠি দিয়েছেন। চিঠিতে তাদেরকে এবং বিদেশে সহায়তাকারী চিকিত্সকদের শুভেচ্ছা জানান জনাব সি।

চিঠিতে সি চিন পিং লিখেছেন, আপনারা মধ্য-আফ্রিকায় জীবন ও কাজের কঠিনতা কাটিয়ে স্থানীয় লোকজনের সেবা করছেন। আপনারা একদিকে প্রাণ উদ্ধারকারী চিকিত্সক, অন্যদিকে মৈত্রীর দূত। চলতি বছর চীনের ‘বিদেশে সহায়তাকারী চিকিত্সা-দল ব্যবস্থার’ ৬০তম বার্ষিকী। যারা বিদেশে চিকিত্সাকাজ করেছেন বা করছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট সি।

সি চিন পিং বলেছেন, চীনা জনগণ শান্তিপ্রেমী এবং প্রাণ রক্ষায় গুরুত্বারোপ করে। বিদেশে চিকিত্সা-দল পাঠানো হল এমন একটি ভালো উদাহরণ। তিনি আশা করেন, তাঁরা ভালোবাসা দিয়ে বিদেশি মানুষের চিকিত্সা সেবার চেতনায় ভালোভাবে চীনের গল্প তুলে ধরবেন এবং মানবস্বাস্থ্যের অভিন্ন অভিন্ন ভাগ্যের কমিউনিটি জোরদারে আরো বড় অবদান রাখতে পারবেন।

 

বিদেশে সহায়তা দেওয়া চিকিত্সা-দল হল চীনের বৈদেশিক সহায়তা কাজের গুরুত্বপূর্ণ অংশ। ১৯৬৩ সালে চীন আলজেরিয়ায় প্রথম চিকিত্সা-দল পাঠায়। এ পর্যন্ত চীন আফ্রিকা, এশিয়া, আমেরিকা, ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের ৭৬টি দেশ ও অঞ্চলে ৩০ হাজারেরও বেশি চিকিত্সক পাঠিয়েছে, এতে লাভবান হয়েছে ২৯ কোটি মানুষ; যা আন্তর্জাতিক সমাজের ব্যাপক প্রশংসাও পেয়েছে। সম্প্রতি মধ্য-আফ্রিকায় সহায়তায় দেওয়া ১৯তম দফার চিকিত্সা দলের ১১জন সদস্য সি চিন পিংকে চিঠি লিখে স্থানীয় লোকজনের চিকিত্সা-সেবা দেওয়ার অবস্থা অবহিত করেছেন এবং মানবস্বাস্থ্যের অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলায় নিজেদের সংকল্পের কথা জানিয়েছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)