চীনের একাধিক উদ্ধারকারী দল তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার কাজ করছে
2023-02-10 19:24:18

ফেব্রুয়ারি ১০: তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে ২১ হাজার মানুষ জীবন হারিয়েছে। বর্তমানে চীনের একাধিক উদ্ধারকারী দল ভূমিকম্প-কবলিত অঞ্চলে উদ্ধারকাজ চালাচ্ছে। 


গত বুধবার চীনের উদ্ধারকারী দলের ৮২ সদস্য তুরস্কে পৌঁছেছেন। তাঁরা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছেন। 


এদিকে, গত বৃহস্পতিবার সকালে চীনের রেড ক্রস সোসাইটি সিরিয়াকে প্রথম দফা চিকিৎসা-সামগ্রী পাঠায়। ওইদিন সন্ধ্যায় সামগ্রীগুলো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনের রেড ক্রস সোসাইটির উদ্ধারকারী বিশেষজ্ঞরাও একই বিমানে দেশটিতে পৌঁছেছেন। 


বৃহস্পতিবার চীনের রাম ইউনিয়ন রেসকিউ টিম তুরস্কে পৌঁছায়। তারা মোট সাতজন মানুষকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছে।


বৃহস্পতিবার চীনের ব্লু স্কাই রেসকিউ টিমের শতাধিক সদস্য তুরস্কে পৌঁছেছেন।


হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের উদ্ধারকারী দলের ৫৯ জন বৃহস্পতিবার দুপুরে তুরস্কে পৌঁছেছেন।


এ ছাড়া বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, সিরিয়াকে সহায়তা দেওয়া চীনের ২২০টন গম এখন পথে রয়েছে। চীন আরো তিন হাজার টনের বেশি চাল ও গম সিরিয়াকে দেবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)