চীনা কোম্পানির কেউ হতাহত হয় নি; দুর্যোগ এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে: চীনা বাণিজ্য মন্ত্রণালয়
2023-02-10 11:05:14

ফেব্রুয়ারি ১০: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু ইউয়ু থিং গতকাল (বৃহস্পতিবার) এক সাংবাদিক সম্মেলেনে বলেন, ভূমিকম্প-কবলিত অঞ্চলে কিছু চীনা কোম্পানির সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে এখন পর্যন্ত চীনাদের কেউ হতাহত হয়নি।

তিনি জানান, চীনা বাণিজ্য মন্ত্রণালয় তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজে সমন্বয় করছে। ২০০ টন গম সিরিয়ায় পাঠানো হচ্ছে, আরও ৩০০০ টন চাল ও গম শিগগিরি দেশটিতে পাঠানো হবে। স্থানীয় চীনা কোম্পানি ও চীনা চেম্বার অফ কমার্সকে সামাজিক দায়িত্ব পালন করা এবং দুর্যোগ এলাকায় ত্রাণ সামগ্রী ও সরঞ্জাম দিতে উৎসাহ দিচ্ছে চীন।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)