ওয়াং ই এবং কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
2023-02-10 19:25:39


ফেব্রুয়ারি ১০: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে বৈঠক করেছেন।              


ওয়াং ই জানান, চীন-কম্বোডিয়ার বন্ধুত্ব বেশ মজবুত। কম্বোডিয়ার সঙ্গে একযোগে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় চীন। একযোগে হাতে হাত রেখে চীন-কম্বোডিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে চায় বেইজিং। যাতে দু’দেশের বন্ধুত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে যায়।


কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী ও ‘কম্বোডিয়া-চীন বন্ধুত্বপূর্ণ বর্ষ’ উপলক্ষ্যে একযোগে বিভিন্ন খাতে সহযোগিতা আরো জরদার করা এবং দু’দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা এগিয়ে নেবে কম্বোডিয়া। একযোগে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক বাস্তবায়নে কাজ করবে দেশটি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)