নদী প্রধানের গল্প
2023-02-10 17:28:42

শেন তা মিং চীনের একজন তৃণমূল পর্যায়ের নদী-বিষয়ক কাজের প্রধান। তিনি ফু চিয়ান প্রদেশের শুয়াং ইয়াং সি নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করেন। প্রতিদিন তিনি নদীর আবর্জনা পরিষ্কার করেন, দূষিত পানির নির্গমন প্রতিরোধ করেন। ‘নদী প্রধান’ পদ হলো চীন সরকারের পানিসম্পদ পরিচালনা ও রক্ষায় বিশেষভাবে স্থাপিত দায়িত্বশীল ব্যক্তির ব্যবস্থা। আজ আমরা শেন তা মিং-এর কাছ থেকে চীনের নদী সুরক্ষার অবস্থা সম্পর্কে জানবো।

 

(সাংবাদিক শুয়েই ফেইফেই নান ইয়াং থানায় গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন)

শুয়াং ইয়াং সি নামের নদীটি চীনের ফু চিয়ান প্রদেশের চাং পিং শহর এবং সিয়া মেন শহরের নাগরিকদের গুরুত্বপূর্ণ পানীয় জলের উত্স।

প্রতিদিন বিকাল তিনটায় ২৮ বছর বয়সী শেন তা মিং মোটর চালিয়ে দশ কিলোমিটার দীর্ঘ নদীতে টহল ও আবর্জনা পরিষ্কার করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি স্থাপত্য বিষয়াদি শিখেছেন, স্নাতক পাস করে সমুদ্রতীরবর্তী শহর সিয়া মেনে এক কাজ করেছিলেন। ২০১৭ সালে তিনি জন্মস্থান নান ইয়াং গ্রামে ফিরে গিয়ে পরিবারের চা ব্যবসার দায়িত্ব পালন করেন। শেন জানেন, প্রাকৃতিক পরিবেশ সুসংহত করা মানে উত্পাদনের শক্তি উন্নত করা। তাঁর উদ্যোগে গ্রামবাসীরা শুয়াং ইয়াং সি নদী সুরক্ষার কাজ শুরু করেছেন। তরুণ শেন সবার সমর্থনে এই নদীর প্রধান হয়েছেন।

 

একদিন শেন নদী টহলের সময় দেখেন একজন পুরুষ নদীতে দাঁড়িয়ে মাছ ধরছে। কিন্তু এমন কাজ নিশ্চয় নদীর পানির গুণগতমানের জন্য ভালো না। তাই শেন ওই ব্যক্তিকে নদী রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুয়াং ইয়াং সি স্থানীয় মানুষের পানীয় জলের উত্স। এখানে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। প্রয়োজন হলে ছিপ দিয়ে মাছ ধরতে পারে, তবে নদীতে যাওয়া নিষিদ্ধ।

 

‘নদী প্রধান’ ব্যবস্থা হল চীন সরকারের পানি সম্পদ পরিচালনা ও রক্ষায় বিশেষভাবে স্থাপিত দায়িত্বশীল পর্যায়ের পদ। ২০১৭ সালের নববর্ষের সময়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নববর্ষ শুভেচ্ছা বাণী ঘোষণা করেন। তিনি জানান, চীনের প্রত্যেক নদীতে একজন করে ‘নদী প্রধান’ নিয়োগ করা হবে। ২০১৮ সাল জুন মাস পর্যন্ত, চীনের মূল ভূভাগের সব প্রদেশে ‘নদী প্রধান’ ব্যবস্থা স্থাপিত হয়। প্রদেশ, শহর, জেলা, গ্রাম পর্যন্ত মোট ১০ লাখেরও বেশি ‘নদী প্রধান’ নিয়োগ করা হয়।

 

শেন তা মিং চার বছর ধরে এই কাজ করছেন। তাঁর দায়িত্বে থাকা শুয়াং ইয়াং সি নদী সম্বন্ধে তিনি খুব ভালো জানেন। নদীতে সব দূষিত পানি নির্গমন স্থান এবং পানির গুণগত অবস্থা তিনি রেকর্ড করেন এবং ছবি তুলে ফাইল হিসেবে রাখেন।

শেন তা মিং বলেন: প্রত্যেকবার আমরা নদী টহলের সময় ‘নদী প্রধান ব্যবস্থা’ নামে মোবাইল অ্যাপস ব্যবহার করি। পুরো নদীর অবস্থা ছবি তুলে আপলোড করি। নদীর অববাহিকার গ্রামের সঙ্গে এসব তথ্য শেয়ার করা হয়। সবাই ভালোভাবে প্রত্যেক জায়গার পানির অবস্থা জানতে পারে।

 

শেন তা মিং-এর বাসস্থান নান ইয়াং গ্রামে পানির উত্স স্থল রক্ষা করার ভালো উপায় আছে। স্থানীয় মানুষ মনে করে, মূল থেকে নদীর দূষণ সমস্যা সমাধান করতে চাইলে তীরে মানবসৃষ্ট দূষণ সমাধান করতে হবে। নান ইয়াং গ্রামের আবর্জনা পরিচালনা ব্যবস্থা মজবুত করতে হয়। পশুপালকদের শিল্প রূপান্তরের সাহায্য করতে হয়। কৃষকরা জৈবসার ব্যবহার করেন এবং প্রাকৃতিক কৃষি উন্নয়নে উত্সাহ দেওয়া হয়। সেই সঙ্গে নদী তীরে পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হয়। পানির গুণগতমানের পরিবর্তন সবসময় চোখে পড়ে। কারণ, এই নদীর পানি বেশ ভালো, তাই অনেকেই বহু দূর থেকে এখানে এসে পানি সংগ্রহ করে।

একদিন শেন দেখেন কয়েকজন মানুষ গ্রামে পানি নিতে এসেছেন।

শেন বলেন, তোমরাও এখান থেকে পানি নাও।

কৃষকরা বলেন, হ্যাঁ, পানি নিয়ে চা তৈরি করবো। এই পানি দিয়ে তৈরি চা-এর স্বাদ বেশ ভালো হয়।

শেন জিজ্ঞেস করেন: তোমরা কোথা থেকে এসেছো?

কৃষকরা বলেন, শহর থেকে এসেছি।

শেন: আচ্ছা... শহর থেকে এসেছো!

কৃষক: হ্যাঁ, আমার যথেষ্ঠ পানি আছে, এবার তুমি নাও।

শেন: ঠিক আছে।

চা শিল্প স্থানীয় অঞ্চলের প্রধান কৃষি শিল্প। পানির গুণগতমান উন্নয়নের কারণে চা গাছ চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান অনেক সমৃদ্ধ। চা-এর স্বাদও বেশ ভালো হয়। এর ফলে স্থানীয় চা আরো বিখ্যাত ও জনপ্রিয় হয়ে ওঠে। বিক্রিও বেশ ভালো হয়। এখন নান ইয়াং গ্রামে চা চাষের আয়তন আগের ২৫০ হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে বর্তমানের প্রায় ৭শ’ হেক্টর। প্রতি বছর চা উত্পাদনের পরিমাণ ১১.৩ কোটি  ইউয়ান।

 

শেন তা মিং চা বাগানে গিয়ে কৃষক ছেনের সঙ্গে কথা বলেন। শেন জিজ্ঞেস করেন, চলতি বছর চা চাষের অবস্থা সন্তোষজনক, তাই না ?

কৃষক ছেন বলেন, আমাদের নদীর পানি চা গাছে ঢালা হয়।

শেন বলেন, তাহলে চলতি বছর চা উত্পাদনের পরিমাণ গেল বছরের চেয়ে আরো বেশি হবে তো?

কৃষক ছেন জবাব দেন, হ্যাঁ, উত্পাদন নিশ্চয় বেশি হবে।

নদীর পানির গুণগতমানের পরিবর্তন ভালোভাবে জানার জন্য শেন তা মিং সহকর্মীর সঙ্গে প্রতি সপ্তাহে নৌকায় নদীর উচ্চ অববাহিকায় টহল দেন।

শেন: দেখো, সেখানে বক ও সারস পাখি আছে।

সহকর্মী: ঠিক।

শেন: এখন এখানকার প্রাকৃতিক পরিবেশ আরো ভালো হচ্ছে।

সহকর্মী: জ্বি।

শেন: সামনে একজন ছিপ দিয়ে মাছ ধরছে। চাচা, মাছ ধরতে পেরেছেন?

চাচা: হ্যাঁ, তিন চারটা পেয়েছি। .. ওহ.. আবারও মাছ পেয়েছি।

শেন: মাছ পেয়েছেন?

চাচা: ঠিক, আস্তে আস্তে করি। কত সুন্দর। এখানে প্রধানত ম্যান্ডারিন মাছ বেশি দেখা যায়। পানি ভালো হলে এমন মাছ থাকে। নইলে ম্যান্ডারিন মাছ পাওয়া যায় না।

 

পরিচ্ছন্ন পানি ও সবুজ পাহাড় হল মানবজাতির জন্য প্রকৃতির উপহার। এসব পরিবর্তন সত্যি আমাদের চোখে পড়ে। মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান ইতোমধ্যে শুয়াং ইয়াং নদীর অববাহিকার মানুষের অভিন্ন চেতনায় পরিণত হয়েছে। প্রাকৃতিক পরিবেশের অব্যাহত উন্নয়ন স্থানীয় অর্থনীতির টেকসই উন্নয়নও নিশ্চিত করেছে। মানুষের জীবন আরো সুখের হচ্ছে।

(শুয়েই/তৌহিদ)