চীন ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সাক্ষাত অনুষ্ঠিত
2023-02-10 19:26:37

ফেব্রুয়ারি ১০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং আজ (শুক্রবার) বেইজিংয়ে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনের সঙ্গে সাক্ষাত করেছেন। এসময় ছিন কাং জানান, চীন কম্বোডিয়া একযোগে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে। পাশাপাশি, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতার সাফল্য বাস্তবায়নে কাজ করবে।


ছিন কাং জোর দিয়ে বলেন, শান্তি ও উন্নয়নের পথে চীন দৃঢ়ভাবে এগিয়ে যাবে। পাশাপাশি, পারস্পরিক কল্যাণের ভিত্তিতে উন্মুক্তকরণের কৌশল অবলম্বন করবে চীন। কম্বোডিয়াসহ আসিয়ান দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চীন জোরদার করবে। একযোগে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করবে, একযোগে উন্নয়ন, অগ্রগতি, একতা ও সমন্বয়ের ধারণা এগিয়ে নেবে।


কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের সঙ্গে দু’দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতে চায় কম্বোডিয়া। যাতে দু’দেশের ‘লৌহ কঠিন বন্ধুত্ব’ আরো উন্নত হয়। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী ও ‘কম্বোডিয়া-চীন বন্ধুত্বপূর্ণ বর্ষ’ উপলক্ষ্যে দু’দেশের বিভিন্ন খাতে বিনিময় ও সহযোগিতা জোরদারের প্রত্যাশাও করেন তিনি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)