যুক্তরাষ্ট্রের উচিত অবৈধ একতরফা নিষেধাজ্ঞা বন্ধ করা
2023-02-10 18:17:37

ফেব্রুয়ারি ১০: যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডসের মধ্যে সাম্প্রতিক চুক্তির অধীনে, চীনে সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা জাপান ও নেদারল্যান্ডসের কোম্পানি পর্যন্ত বাড়ানো হবে। এ প্রসঙ্গে আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ২০২১ সাল পর্যন্ত, যুক্তরাষ্ট্র ৯৪০০টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এতে প্রভাবিত হয়েছে চীন, রাশিয়া, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া, কিউবা, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং আরও অনেক দেশ। প্রতিটি মার্কিন সরকার অর্থনৈতিক জবরদস্তির অপব্যবহার করেছে এবং কূটনৈতিক সমস্যা সমাধানের প্রথম ধাপ হিসেবে নিষেধাজ্ঞা পদ্ধতি ব্যবহার করেছে। এসব পদক্ষেপ ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং পৃথিবীতে মানবিক বিপর্যয় ঘটিয়েছে। তাই, যুক্তরাষ্ট্রের উচিত অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ বন্ধ করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে তার আন্তর্জাতিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)