ন্যাটোর উচিত স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং মতাদর্শগত কুসংস্কার ত্যাগ করা
2023-02-09 17:33:13

ফেব্রুয়ারি ৯: সম্প্রতি ন্যাটোর মহাসচিব সদস্য দেশগুলোর সামরিক খাতে ব্যয় বাড়ানোর দাবি করেছে এবং অন্যদিকে চীনের সামরিক শক্তির স্বাভাবিক উন্নয়নে অতিরিক্ত মনোযোগ দিয়েছে।

ন্যাটো মহাসচিবের মন্তব্য নিয়ে আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা কখনই কোনো দেশ আক্রমণ করিনি, কখনও বৈশ্বিক সামরিক অভিযানে যোগ দেইনি এবং কখনও অন্য দেশে বলপ্রয়োগ করার হুমকি দেইনি। ন্যাটোর উচিত, স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং মতাদর্শগত কুসংস্কার ত্যাগ করা। ‘চীনের হুমকি’ প্রচার করা বাদ দিয়ে ইউরোপ ও বিশ্বের স্থিতিশীলতায় চীনের ভূমিকা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যুক্তরাষ্ট্রের।

 

জিনিয়া/তৌহিদ/শুয়েই