চীনের মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের বীজ দেশটিতে হস্তান্তর করা হয়েছে
2023-02-09 16:02:08

ফেব্রুয়ারি ৯: গতকাল (বুধবার) ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের বীজ ফিরিয়ে আনা উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানে চীনা দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে এসব বীজ পাকিস্তানি বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, চীন ও পাকিস্তান ‘মহাকাশে বীজ লালন সহযোগিতা প্রকল্পের কাঠামোতে’ পাকিস্তানের বিজ্ঞানীরা দেশের ৭ ধরনের গুরুত্বপূর্ণ ঔষধে ব্যবহার্য উদ্ভিদের বীজ বাছাই করেছেন। এসব বীজ ২০২২ সালের ৫ জুন চীনের শেনচৌ ১৪ নং নভোযানের মাধ্যমে চীনের মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। ছয় মাস পর গত বছরের ৪ ডিসেম্বর তা পৃথিবীতে ফিরে আসে। পাক বিজ্ঞানীরা সাধারণ বীজের সঙ্গে এসব ‘মহাকাশ বীজ’ চাষ করে গবেষণা করবেন।

     

পাকিস্তানে চীনা দূতাবাসের অস্থায়ী রাষ্ট্রদূত ভাং ছুন শুয়েই বলেন, পাকিস্তানের বীজ এই প্রথমবারের মতো মহাকাশে পৌঁছেছে। এই প্রকল্প নিশ্চয় দু’দেশের সহযোগিতার মাইলফলক। চীন পাকিস্তানের সঙ্গে কৌশলগত সংযোগ বাড়াতে কার্যকরভাবে কৃষি, বিজ্ঞান ও জনগণের জীবিকাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)