চীন বরাবরই উন্নয়নের পাশাপাশি উন্মুক্তকরণকে গুরুত্ব দেয়: চীনা মুখপাত্র
2023-02-09 19:23:31

ফেব্রুয়ারি ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চীন বরাবরই উন্নয়নের পাশাপাশি উন্মুক্তকরণকে গুরুত্ব দিয়ে আসছে। 


মাদাম মাও নিং জানান, বর্তমানে বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে। অনেক দেশ সংরক্ষণবাদের ধারণা লালন করে। তবে, চীন উন্নয়নের পাশাপাশি সবসময় উন্মুক্তকরণকে গুরুত্ব দেয়। চীনের উন্মুক্তকরণের দরজা অব্যাহতভাবে প্রসারিত হচ্ছে। গত বছর চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণে নতুন রেকর্ড হয়েছে। উন্মুক্ত মনোভাব নিয়ে চীন ইতিবাচকভাবে বহুপক্ষীয় সহযোগিতায় অংশগ্রহণ করছে। দশ বছর আগে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপন করা হয়। চীন ইতোমধ্যে ১৫১টি দেশের সঙ্গে এ উদ্যোগের আওতায় সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা’ (আরসিইপি) বাস্তবায়নের এক বছরে অন্য সদস্য দেশে চীনের আমদানি ও রপ্তানির পরিমাণ ১২.৯৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.৫ শতাংশ বেশি।


তিনি আরো বলেন, চীন অব্যাহতভাবে উচ্চ মানের উন্মুক্তকরণ এগিয়ে নেবে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)