পশ্চিমা দেশের উচিত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া
2023-02-09 16:00:51

ফেব্রুয়ারি ৯: সম্প্রতি সিরিয়া সীমান্তে ও তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে গুরুতর হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়া বহু বছর ধরে যুদ্ধের মধ্যে আছে। এ ভূমিকম্পের কারণে দেশটি গুরুতর মানবিক সংকটের মুখে পড়েছে। বিভিন্ন দেশ পশ্চিমা দেশগুলোকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মানবিক সহায়তার দরজা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা খালিদ হাবুবাতি বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজে বাধা সৃষ্টি করে। সিরিয়ায় ভারী মেশিন, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী প্রয়োজন। তবে, প্রথমে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আকস্মিক ঘটনা পরিচালনা ও কার্যক্রমের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যাডেলহাইড মার্চান মঙ্গলবার বলেন, তুরস্কের ভয়াবহ ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ার ২.৩ কোটি মানুষের ওপরে প্রভাব ফেলতে পারে। সিরিয়ার মানবিক ত্রাণের চাহিদা অনেক জরুরি।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মিক ওয়ালেস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলের মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে। যদি ইউরোপীয় ইউনিয়ন সত্যি তাদের গুরুত্ব দেয়, তাহলে তারা সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠিয়ে তা প্রমাণ করতে পারে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)