চীনের রেড ক্রসের সহায়তায় প্রথম দফা চিকিত্সা সামগ্রী সিরিয়া পৌঁছেছে
2023-02-09 17:31:33

ফেব্রুয়ারি ৯: সিরিয়ার দূতাবাস এবং সিরিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ অনুরোধে, আজ (বৃহস্পতিবার) সিরিয়ার ভূমিকম্প কবলিত এলাকায় চীনের রেড ক্রস সোসাইটির দেওয়া পাঁচ হাজার মানুষের জন্য প্রথম দফার চিকিত্সা সামগ্রী সিরিয়ায় পৌঁছেছে।

 

বেইজিং রেড ক্রস উদ্ধার পরিষেবা কেন্দ্রের বিশেষ মেডিকেল বিমান দুর্যোগ-কবলিত এলাকায় জরুরি প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম বহন করে এবং চীনের রেড ক্রস সোসাইটির উদ্ধারকারীরা একই বিমানে সিরিয়ায় যায়।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর, চীনের রেড ক্রস সোসাইটি দ্রুত কাজ করেছে এবং দুই দেশের রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার জরুরি মানবিক নগদ সহায়তা দিয়েছে। চীনের রেড ক্রস সোসাইটি তুরস্ক ও সিরিয়ার দুর্যোগ-কবলিত এলাকার মানবিক চাহিদার প্রতি গভীর মনোযোগ দেয় এবং তার সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা প্রদান করে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)