যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক এয়ারশিপ ইস্যুতে ফোনালাপ করবে না চীন
2023-02-09 17:41:15

ফেব্রুয়ারি ৯: আজ (বৃহস্পতিবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান ক্য ফেই চীনের বেসামরিক এয়ারশিপ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র দু’দেশের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ আয়োজনের আশা ব্যক্ত করেছে। যাতে চীনের বেসামরিক এয়ারশিপ ইস্যুতে চীনের সঙ্গে ফোনালাপ হতে পারে। তবে, যুক্তরাষ্ট্র চীনের বেসামরিক এয়ারশিপে সশস্ত্র আক্রমণ করেছে; যা আন্তর্জাতিক নিয়মের গুরুতর লঙ্ঘন এবং খুব খারাপ উদাহরণ। যুক্তরাষ্ট্রের এমন দায়িত্বশীলহীন গুরুতর ভুল আচরণ দু’দেশের সেনাবাহিনীর সংলাপ ও বিনিময়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে না। তাই মার্কিন ফোনালাপের প্রস্তাব গ্রহণ করবে না চীন। বেসামরিক এয়ারশিপ ইস্যুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিবৃতি দিয়েছে। চীন এ অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)