বৈশ্বিক সামষ্টিক নীতির কাঠামোতে উন্নয়নকে গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হবে: চীনা প্রতিনিধি
2023-02-09 11:29:34

ফেব্রুয়ারি ৯: গতকাল (বুধবার) জাতিসংঘের অধিবেশন এবং জাতিসংঘের অর্থনৈতিক ও পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি তাই পিং বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত প্রকৃত বহুপক্ষবাদে অবিচল থাকা, জাতিসংঘের ভূমিকায় গুরুত্ব দেওয়া এবং উন্নয়নকে বৈশ্বিক সামষ্টিক নীতির কাঠামোতে গুরুত্বপূর্ণ স্থানে রাখা।

এ বারের সম্মেলনের প্রতিপাদ্য হল: ‘দোহা প্রোগ্রাম অফ অ্যাকশনের’ অধীনে ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন জোরদার করা। সম্মেলনে তাই পিং বলেন, উন্নয়নশীল দেশের উন্নয়নের অধিকার রক্ষা করতে হবে; দারিদ্র্যবিমোচন, খাদ্য নিরাপত্তা, মহামারি প্রতিরোধ ও টিকা, সবুজ ও নিম্ন কার্বন, অর্থনৈতিক কাঠামোগত রূপান্তর ইত্যাদি খাতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য দিতে হবে। উন্নত দেশগুলোর উচিত সরকারি প্রতিশ্রুতি পূরণ করা। বিশেষ করে জাতিসংঘ তহবিলের চুক্তি অনুসারে আর্থিক সাহায্য দেওয়া। চীন একতরফাবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করে। তিনি আরো বলেন- জাতিসংঘের অধীনস্থ সংস্থা, সদস্য, আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের উচিত সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, ২০৩০ এজেন্ডা, দোহা প্রোগ্রাম অফ অ্যাকশন ও অন্যান্য উন্নয়ন এজেন্ডা সমন্বিত করা; যাতে উন্নয়ন খাতে সম্পদের অপচয় ও অসম বণ্টন এড়ানো যায়।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)