চীনের উদ্ধার দল দ্রুততার সঙ্গে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের উদ্ধারকাজে অংশ নিয়েছে
2023-02-09 17:18:50

ফেব্রুয়ারি ৯: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কাজে চীনের অংশগ্রহণের অবস্থা অবহিত করেছেন।

তিনি বলেন, চীনের উদ্ধারদল তুরস্ক পৌঁছানোর পর পরই দ্রুততম সময় হাতায় প্রদেশের আনতাক্যা শহরে গিয়ে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেছে। আজ (বৃহস্পতিবার) ভোরে সফলভাবে এক গর্ভবতী নারীকে উদ্ধার করা হয়। গতকাল রাতে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে ৫৯ জনের একটি উদ্ধার দলও তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় সহায়তা শুরু করেছে। সেই সঙ্গে, চীনের সহায়তায় সিরিয়াতে ২২০ টন গম পাঠানো হচ্ছে; আরো ৩ হাজার টন চাল ও গম দ্রুত পাঠানো হবে।

মাও নিং বলেন, বর্তমানে বিভিন্ন পক্ষের যৌথ চেষ্টায় তিনজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। অন্য কোনো চীনা নাগরিক হতাহতের রিপোর্ট পাওয়া যায় নি। পরবর্তীতে চীন সরকার দুর্যোগের অবস্থা অনুযায়ী অব্যাহতভাবে তুরস্ক ও সিরিয়াকে সাহায্য দেবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)