বাইডেন সরকারের ‘স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসে’ মার্কিন-চীন প্রতিদ্বন্দ্বিতা- ধারণার প্রতিবাদ জানায় চীন
2023-02-09 11:27:56

ফেব্রুয়ারি ৯: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসে মার্কিন-চীন সম্পর্ক শুধু প্রতিদ্বন্দ্বিতার—এমন মন্তব্য করেছেন। জবাবে চীনা মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বলেন, চীন কোনো প্রতিদ্বন্দ্বিতাকে ভয় পায় না বা এড়িয়ে যায় না। তবে, শুধু প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চীন-মার্কিন সম্পর্ক মূল্যায়ন করা ঠিক নয়। মার্কিন সরকারের এ মন্তব্যের প্রতিবাদ জানায় বেইজিং।

 

তিনি আরো বলেন, চীন-মার্কিন সম্পর্ক ‘জিরো-সাম গেম’ নয়। চীন ও যুক্তরাষ্ট্রের অর্জিত সাফল্য চ্যালেঞ্জ নয়, বরং পরস্পরের জন্য সুযোগ। বিশাল বিশ্ব চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন উন্নয়নের জন্য যথেষ্ঠ। প্রতিদ্বন্দ্বিতার অজুহাতে চীনের ওপর কালি লেপন করা, উন্নয়নের স্বাভাবিক অধিকারে বাধা দেওয়া এবং বিশ্বের শিল্প চেইন ও সরবরাহ চেইন নষ্ট করা- দায়িত্বশীল বড় দেশের আচরণ হতে পারে না।

 

চীনা মুখপাত্র মাও আরো বলেন, একটি স্বাস্থ্যকর ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের জনস্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা আন্তর্জাতিক সমাজের আশাবাদ। যুক্তরাষ্ট্রের উচিত চীনের ব্যাপারে সঠিক ও ন্যায়সঙ্গত ধারণা করা, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নেওয়া।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)