‘একসঙ্গে থাকতে চাই’
2023-02-09 11:10:35


আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ফেং চিয়া হুই। তিনি তার শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। আত্মপ্রকাশের পর থেকে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ফেং চিয়া হুই’র কিছু সুন্দর গান শুনবো।  অনুষ্ঠানের শুরুতে শুনুন তার জনপ্রিয় একটি গান ‘একসঙ্গে থাকতে চাই’।গান ১

 

ফেং চিয়া হুই ১৯৭২ সালে তাইওয়ানের পিং তোং জেলায় জন্মগ্রহণ করেন। গান গাওয়া খুব পছন্দ করায় প্রাথমিক স্কুলের সময়ে তিনি কোরাস দলে যোগ দেন। মাধ্যমিক স্কুল শেষ করে ফেং চিয়া হুই তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। তখন থেকে তিনি গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ফেং চিয়া হুই বিভিন্ন বারে গান গাইতে শুরু করেন। ১৯৯৫ সালে তাইওয়ানের সেসময়ের জনপ্রিয় গায়ক চোং চেন থাও ফেং চিয়া হুই’র পারফরম্যন্স দেখে মুদ্ধ হন। তার সুপারিশে ফেং চিয়া হুই সংগীত কোম্পানি ‘রক রেকর্ডে’ যোগ দিয়ে পেশাদার শিল্পী-জীবন শুরু করেন।গান ২

 

১৯৯৬ সালে ফেং চিয়া হুই’র প্রথম অ্যালবাম ‘মনের সত্য কথা বলা’ প্রকাশ করেন। তার শক্তিশালী ও প্রাণবন্ত কণ্ঠ দ্রুত মানুষের নজর কেড়েছে। অল্প সময়ের মধ্যে এই অ্যালবামের চার লাখেরও বেশি কপি বিক্রি হয়। এই অ্যালবামের জন্য ফেং চিয়া হুই তাইওয়ানের গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান এবং তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন শুনুন সেই অ্যালবাম থেকে তার একটি সুন্দর গান ‘পুরানো স্বপ্ন’।গান ৩

 

১৯৯৭ সালে ফেং চিয়া হুই’র দ্বিতীয় অ্যালবাম মুক্তি পায়। আগের অ্যালবামের মত এই অ্যালবামও দর্শকপ্রিয় হয়। তাইওয়ানের মানুষ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তার গানগুলো খুব জনপ্রিয়। এখন পর্যন্ত তিনি তাইওয়ান ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় গায়িকার অন্যতম। চীন ছাড়া এই অ্যালবাম থেকে তার গানগুলো মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন শুনুন ফেং চিয়া হুই’র ১৯৯৭ সালে প্রকাশিত একটি জনপ্রিয় গান ‘ভালোবাসবো শেষ পর্যন্ত’।গান ৪

 

১৯৯৮ সালে ফেং চিয়া হুই নতুন অ্যালবাম ‘আমার মাথা ঠক ঠক করো’ প্রকাশ করেন। যা আবার চীনে ব্যাপক জনপ্রিয় হয়েছে। তিনি বিভিন্ন সংগীত পুরস্কার পেয়েছেন এবং এশিয়ার সবচেয়ে সম্ভাব্য গায়িকা হিসেবে বিবেচিত হন। চীনের পাশাপাশি তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কনসার্ট টুর আয়োজন করেছেন। বন্ধুরা, এখন শুনুন ফেং চিয়াং হুই’র খুব জনপ্রিয় একটি গান ‘আমার মথা ঠক ঠক করো’।গান ৫

 

গান গাওয়ার পাশাপাশি ২০০০ সালের দিক থেকে ফেং চিয়া হুই নিজে গান রচনা করা এবং মিউজিকালে অভিনয় করা শুরু করেন। এর মাধ্যমে ফেং চিয়া হুইয়ের সংগীতের বিভিন্ন সম্ভাবনা উঠে আসে। তার এসব চেষ্টাও সবার প্রশংসা কুড়ায়। বন্ধুরা, এখন শুনুন ফেং চিয়া হুইয়ের জনপ্রিয় টিভি নাটক ‘হুয়া ছিয়ান কু’র জন্য গাওয়া একটি সুন্দর গান ‘মনের আগুন’।গান ৬

 

এখন পর্যন্ত ফেং চিয়া হুই উচ্চ মানের গান প্রকাশ করতে থাকেন। আর সংগীত প্রযোজক হিসেবে অন্য গায়কের জন্য ভালো অ্যালবামও তৈরি করেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ফেং চিয়া হুই’র আরেকটি সুন্দর গান ‘লু কাং জেলা’ শুনবো, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।