অস্ত্র ও গোলাবারুদ বিস্তার রোধ করার আহ্বান জানায় চীন
2023-02-09 11:01:00

ফেব্রুয়ারি ৯: অস্ত্র ও গোলাবারুদ সংঘাতের এলাকায় ছড়িয়ে পড়ার সংকট রোধ করা উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এতে উচ্চ গুরুত্ব দিয়ে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অস্ত্র ও গোলাবারুদ বিস্তার রোধ করা জরুরি। গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই বিং এ কথা বলেছেন।

 

এ দিন নিরাপত্তা পরিষদে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিষয় নিয়ে যাচাই করার সময় তাই বিং বলেন, ইন্টারপোল এবং আফ্রিকার কিছু দেশের নেতারাও সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক করেছেন। বহু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ সংঘর্ষ কবলিত এলাকায় ছড়িয়ে পড়লে আরো বেশি বেসামরিক নাগরিক হতাহত হবে ও আরও মানুষ গৃহহারা হবে।

 

সংশ্লিষ্ট দেশ বিশেষ করে ইউরোপের দেশগুলোতে যুদ্ধ পরবর্তী অস্ত্র ও বিস্ফোরক ছড়িয়ে পড়তে পারে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

 

তিনি বলেন, চীন পুনরায় জোর দিয়ে জানায়, সংলাপ ও আলোচনা যুদ্ধবিরতি ও শান্তি পুনরুদ্ধারের মৌলিক পথ। চীন আন্তর্জাতিক সমাজকে দ্রুত শান্তিবৈঠক জোরদার করা এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলোকে রাজনৈতিক পদ্ধতিতে সংকট সমাধানে উৎসাহ দেওয়ার আহ্বান জানায়।

(প্রেমা/তৌহিদ/রুবি)