অস্ট্রেলিয়ার সঙ্গে একযোগে পারস্পরিক আস্থা পুনর্নির্মাণ করতে চায় চীন
2023-02-08 19:44:55

ফেব্রুয়ারি ৮: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, অস্ট্রেলিয়ার সঙ্গে একযোগে পারস্পরিক আস্থা পুনর্নির্মাণ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে চায় চীন।


মাদাম মাও নিং জানান, চীন ও অস্ট্রেলিয়া উভয়ই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। দু’দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করবে। 


তিনি জানান, চীন অস্ট্রেলিয়ার সঙ্গে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের বালি দ্বীপের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ মতৈক্য ও দু’দেশের কূটনৈতিক ও কৌশলগত সংলাপের সুফল বাস্তবায়ন করতে চায়। একযোগে পারস্পরিক আস্থা পুনর্নির্মাণ করা এবং দুপক্ষের সম্পর্ক আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করবে চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)