চীনের মেধাস্বত্ত্ব বীমা উন্নয়ন শ্বেতপত্র ২০২২ প্রকাশিত
2023-02-08 20:46:10

ফেব্রুয়ারি ৮: চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ত্ব ব্যুরোর মেধাস্বত্ত্ব উন্নয়ন গবেষণা কেন্দ্র আজ (বুধবার) ‘চীনের মেধাস্বত্ত্ব বীমা উন্নয়ন শ্বেতপত্র ২০২২’ প্রকাশ করেছে।

এতে বলা হয়, চীনের উদ্ভাবনী সামর্থ্য বাড়ানো, পুঁজি বাজারের সমৃদ্ধি এবং মেধাস্বত্ত্ব ব্যবস্থা সুসংহত হওয়ার সঙ্গে চীনের মেধাস্বত্ত্ব সেবার জন্ম হয়। মেধাস্বত্ত্ব বীমা চীনের মেধাস্বত্ত্ব ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশ। এই পদ্ধতি প্রতিষ্ঠানের মেধাস্বত্ত্ব ঝুঁকি এড়ানোর জন্য কার্যকর সুযোগ দিয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, ২০২২ সালের শেষ নাগাদ চীনের ২২টি প্রদেশ এবং ৯৯টি শহরে মেধাস্বত্ত্ব বীমা চালু করা হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)