বিশ্ববাসীক ক্ষুধামুক্ত রাখতে অল্প অল্প করে ভূমিকা রাখছে চীনের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি। পেছনে পড়ে থাকা ছোট ছোট গ্রামগুলো মুক্তি পাচ্ছে দারিদ্রের শেকল থেকে। দিনশেষে স্বল্প পরিসরের উদ্যোগগুলো দেখছে সফলতার মুখ, হয়ে উঠছে সামগ্রিক অর্থনীতির অন্যতম অনুসঙ্গ।
কিন্তু কম সময়ে এত বড় সফলতার গল্প কীভাবে সম্ভব করলো চীন দেশের কৃষকরা? সে গল্পই আপনারা জানতে পারবেন “শেকড়ের গল্প”অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা চলুন শুনে আসি অত্যাধুনিক কৃষি প্রযুক্তির খবর
চীনে দিন দিন বাড়ছে আধুনিক খামারের সংখ্যা । শুধু ফসল কিংবা শাকসবজি চাষে নয়, গবাদি পশু লালনপালনে খামারগুলোতেও ব্যবহার করা হচ্ছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, যা উৎপাদনকেও বাড়িয়ে দিচ্ছে কয়েকগুন।
প্রিয় শ্রোতা শান্তা মারিয়ার সঙ্গে চলুন ঘুরে আসি চীন দেশের কয়েকটি আধুনিক খামার থেকে।
নিজ দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি ক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে চীন। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জমিতে স্প্রে করা হয় প্রাকৃতিক ফার্টিলাইজার আর পর্যাপ্ত পানি।
আর এভাবেই বদলে যাচ্ছে প্রচলিত কৃষির চিত্র। ঘুরছে উন্নয়নের চাকা। উপকৃত হচ্ছে কৃষক আর সব মিলিয়ে লাভবান হচ্ছে পুরো দেশের নাগরিকরা।
দ্বিতীয় অংশে রয়েছে আধুনিক কৃষির “দিন বদলের গল্প”।
তরমুজ খেতে নিশ্চয় পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়ায় মুশকিল। বাংলাদেশের ফল মার্কেটে সাধারণত দুই ধরনের তরমুজ পাওয়া যায়, যা আমাদের দেশেই তৈরি হয়।
প্রিয় শ্রোতা, আপনারা শুনে সত্যিই অবাক হবেন যে চীন দেশে ৬ থেকে ৭ ধরনের তরমুজ উৎপাদন করা হয় এবং এর এক একটি তরমুজ বাকিগুলো থেকে ভিন্ন।
সেখানে কিছু বড় আকৃতির তরমুজ রয়েছে যেটি পাকলে ৫০ কেজি পর্যন্ত হতে পারে। এ নিয়ে দারুণ এক গল্প শোনাবেন আমাদের বেইজিং সহকর্মী শিখা।
এটি মূলত চায়না মিডিয়া গ্রুপ- সিএমজি বাংলার বাংলাদেশ ব্যুরোর কৃষি বিষয়ক সাপ্তাহিক রেডিও অনুষ্ঠান। যা সঞ্চালনা করছেন ব্রডকাস্ট জার্নালিস্ট এইচ আর এস অভি।
প্রিয় শ্রোতা, এ রেডিও অনুষ্ঠানটি আপনার শুনতে পাবেন বাংলাদেশের রেডিও স্টেশন রেডিও টুডেতে।
শুনতে থাকুন শেকড়ের গল্পের নিত্য নতুন পর্ব । যেখানে খুঁজে পাবেন সফলতা আর সম্ভাবনার নানা দিক। আর এভাবেই চীনা কৃষির সঙ্গে শুরু হোক আপনার দিন বদলের গল্প।