শেনচৌ ১৫নং মিশনের নভোচারীরা প্রথম ‘স্পেস ওয়াক’ করবেন
2023-02-08 20:46:41

ফেব্রুয়ারি ৮: চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় জানিয়েছে, চীনের শেনচৌ ১৫নং মিশনের নভোচারীরা আগামী কয়েক দিনের মধ্যে প্রথমবারের মত কেবিনের বাইরে যাবেন। তাঁরা অল্পতম সময়ের মধ্যে ‘স্পেস ওয়াক’ সম্পন্ন করবেন।

বেইজিং সময় ২০২২ সালের ৩০ নভেম্বর সুষ্ঠুভাবে স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হবার পর শেনচৌ ১৫নং নভোযানের অভিযাত্রীরা মহাকাশে ৭০ দিন ধরে কাজ করছেন।

বর্তমানে নভোচারীদের অবস্থা ভালো রয়েছে, স্পেস স্টেশন কমপ্লেক্সের পরিচালনা সুষ্ঠুভাবে চলছে। এ পরিস্থিতি কেবিনের বাইরে যাওয়ার জন্য সহায়ক।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)