শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজকে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
2023-02-08 19:46:38


ফেব্রুয়ারি ৮: জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরহিস গত ৬ ফেব্রুয়ারি জানান, শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক সমাজের কাজ করা উচিত।


এদিন জাতিসংঘের এক সভায় তিনি জোর দিয়ে বলেন, এ বছর ‘জাতিসংঘ সনদ’ ও ‘বিশ্ব মানবাধিকার ঘোষণা’ অনুসারে, জাতিসংঘের সংস্কার করতে হবে। তাতে ‘আরো নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই উন্নত বিশ্ব নির্মাণ করা যাবে।’


তিনি বলেন, ইউক্রেন সংকট, জলবায়ু পরিস্থিতি, পরমাণু ঝুঁকি বৃদ্ধি-সহ নানা সমস্যা বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে। এখন মানবাধিকার ও মানুষের মর্যাদা শীর্ষস্থানে রাখতে হবে। 

তিনি আহ্বান জানান, নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণকে ‘ফের কেন্দ্রীয় স্থানে রাখতে হবে’। যাতে পরমাণু অস্ত্র একেবারে নির্মূল করা যায়।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)