হুয়াং খাইছিন বা ক্রিস্টোফার ১৯৬১ সালের ১৮ নভেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন পপগায়ক ও সঙ্গীতজ্ঞ।
১৯৮৪ সালে যখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তখন তিনি হংকং বেতারে ক্লাসিক্যাল সঙ্গীত অনুষ্ঠান হোস্ট করা শুরু করেন। ১৯৮৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বেতারের ‘ডিজে’ হন। ১৯৮৬ সালে তিনি পলিগ্রাম রেকর্ড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তী বছরের ৬ জানুয়ারি তাঁর প্রথম একক ইপি “আবার দেখা হলো” প্রকাশিত হয়। একই বছরের ১৬ সেপ্টেম্বর তিনি প্রথম একক অ্যালবাম “Moody” প্রকাশ করেন। অ্যালবামটির লক্ষাধিক কপি বিক্রয় হয়। তিনি অ্যালবামে অন্তর্ভুক্ত “দুঃখী প্রেমিকা” গানটি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
১৯৮৮ সালে হুয়াং খাইছিন তাঁর দ্বিতীয় অ্যালবাম “MISTY” প্রকাশ করেন। এতে “অনুভূতি”-সহ দশটি গান অন্তর্ভুক্ত হয়। ২৮ ডিসেম্বর তিনি তৃতীয় অ্যালবাম “ছোট গল্প” প্রকাশ করেন। এতে টিভি নাটকের থিমসংসহ দশটি গান অন্তর্ভুক্ত হয়। ১৯৮৯ সালের ১৫ জুলাই তাঁর একটি উপন্যাস প্রকাশিত হয়। একই বছরের ১৭ অগাস্ট তিনি চতুর্থ অ্যালবাম “কিছু ফলাফলহীন সম্পর্ক” প্রকাশ করেন।
১৯৯০ সালের মার্চ ও অক্টোবর মাসে হুয়াং খাইছিন পর পর তাঁর পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। আসলে তিনি একজন অসামান্য গায়ক-গীতিকার। তাঁর খুব ভালো সাহিত্যভিত্তি আছে। তাঁর লেখা লিরিক্স সেটা প্রমাণ করে। “গভীর ভালোবাসা” তাঁর সৃষ্ট প্রতিনিধিস্থানীয় শিল্প-কর্মগুলির অন্যতম।
১৯৯২ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি “Stay With Me” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত “বৃষ্টিতে প্রেমিক” গানটি তাঁর প্রতিনিধিস্থানীয় গানগুলির অন্যতম। একই বছর তিনি ফিট্টো রেকর্ড কোম্পানি লিমিটেডে যোগ দেন। ৩ ডিসেম্বর তিনি নতুন অ্যালবাম “গুজব” প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান “শরতের দেরী” নতুন কোম্পানিতে যোগ দেওয়ার পর তাঁর প্রতিনিধিস্থানীয় শিল্প-কর্মে পরিণত হয়। পাশাপাশি, গানটি দিয়ে তিনি চীনের মূল-ভূভাগের শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেন।
১৯৯৩ সালে হুয়াং খাইছিন রক রেকর্ডস কোম্পানিতে যোগ দেন। ৮ এপ্রিল তিনি নতুন অ্যালবাম “কোনো অনুশোচনা নেই” প্রকাশ করেন। ৫ অগাস্ট তাঁর অ্যালবাম “স্বাভাবিক মন” প্রকাশিত হয়। একই বছর তাঁর গান “নিজের তৈরি রোম্যান্স” কম্পোজারস অ্যান্ড অথরস সোসাইটি অফ হংকং লিমিটেড-এর পুরস্কার জিতে নেয়। ১৯৯৬ সালে বিনোদন এজেন্টের সঙ্গে সমস্যা হবার কারণে তিনি শোবিজ জগত ত্যাগ করেন এবং কানাডায় চলে যান।
(প্রেমা/আলিম)