সঠিকভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন অনুধাবন ও এগিয়ে নিতে হবে: সি চিন পিং
2023-02-08 20:47:45

ফেব্রুয়ারি ৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সদস্য, বিকল্প সদস্য এবং প্রাদেশিক পর্যায়ের প্রধান কর্মকর্তাদের এক সভায় গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, সঠিকভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন অনুধাবন ও এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেছেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন হল সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের পর এক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক উদ্ভাবন। যা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সর্বশেষ গুরুত্বপূর্ণ সাফল্য। যা চীনের কমিউনিস্ট পার্টি  দেশের বিভিন্ন জাতির মানুষকে নেতৃত্ব দিয়ে দীর্ঘকাল অনুশীলনে অর্জিত গুরুত্বপূর্ণ সাফল্য। একে গুরুত্বারোপ ও সম্প্রসারণ করা উচিত।

তিনি বলেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মধ্যে বিভিন্ন দেশের আধুনিকায়নের অভিন্ন বৈশিষ্ট্য আছে; আরো আছে চীনের নিজস্ব বৈশিষ্ট্য। যা চীনা জাতির শ্রেষ্ঠতম ঐতিহ্যবাহী সংস্কৃতি ধারণ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আধুনিক অবস্থার প্রতিফলন ঘটায়। এটা মানবজাতির সব সভ্যতার শিক্ষা সমন্বয় করে মানবসভ্যতার অগ্রগতি তুলে ধরে। যা মানবসভ্যতার নতুন অবস্থা। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন উন্নয়নশীল দেশের আধুনিকায়নের পথ সম্প্রসারণ করেছে; যা মানবজাতির আরো ভালো সমাজব্যবস্থা অনুসন্ধানের জন্য চীনের প্রস্তাব।

জনাব সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়া একটি বড় প্রকল্প। গভীরভাবে বিশ্বের উন্নয়ন-প্রবণতা অনুধাবন করা, সঠিকভাবে জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা বোঝা এবং গভীরভাবে আর্থ-সামাজিক উন্নয়ন পথ অনুসন্ধান করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)